শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৫৮ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এক নাগাড়ে রকেট হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। এছাড়া সীমান্ত থেকে শনিবারও শেল ছুড়ছে। দখলদার ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ১৩৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৩৬ শিশু রয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ইসরায়েলের হামলায় আহত হয়েছেন ৯২০ জনের বেশি মানুষ। এছাড়া ঘরছাড়া হয়েছেন সহস্রাধিক গাজাবাসী। খবর আল জাজিরার
খবরে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। গাজার সাতি শরণার্থী শিবিরে হামলায় দুই নারী ও সাতজন শিশুর মৃত্যু হয়েছে। শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
এছাড়া খান ইউনিস এলাকায়ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হাজারের বেশি ফিলিস্তিনি উত্তর গাজার জাতিসংঘ পরিচালিত স্কুলে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ হাজারের বেশি ফিলিস্তিনির ঘর ছাড়ার খবর নিশ্চিত করেছে।
জাতিসংঘের হামলা বন্ধের আহ্বানের পরও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় হামলা অব্যাহত থাকবে।
শনিবার ভোরে ইসরায়েলের হামলার জবাবে ইসরায়েলের আশশোদ শহরে রকেট হামলা করে হামাস। এখন পর্যন্ত হামাসের হামলায় অন্তত ৯ ইসরায়েলি নিহত হয়েছে। ইসরায়েলের সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন লক্ষ্যে গাজা থেকে কয়েকশো রকেট হামলা করেছে। ইসরায়েল তাদের শক্তি বৃদ্ধি করেছে।
গত সপ্তাহে (৭ মে) থেকে জেরুজালেমের মসজিদ আল আকসায় ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরায়েল। পরপর তিন দিন ওই হামলায় সাত শতাধিক ফিলিস্তিনি আহত হন। এরপরই ইসরায়েলকে হামলা বন্ধের জন্য আল্টিমেটাম দেয় গাজার নিয়ন্ত্রক হামাস। আল্টিমেটাম পার হলেই ইসরায়েলে হামলা চালায় হামাস। এরপর ইসরায়েল পাল্টা হামলা শুরু করলে দুই পক্ষের মধ্যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।