শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:২৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: মৌলভীবাজারে জোড়া লাগানো যমজ শিশুদের চিকিৎসায় আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন। গেল সপ্তাহে মৌলভীবাজারের একটি ক্লিনিকে জন্ম নেয় পেট জোড়া লাগানো দুটি যমজ সন্তান। জোড়ালাগানো যমজ দুটি সন্তান নিয়ে নিয়ে বিপাকে পড়েন সন্তানের পিতা- মাতা। সন্তান দুটির চিকিৎসা ব্যয় মিটাতই ক্লান্ত হয়ে পড়ে সন্তানের দরিদ্র জুুুুয়ল শিয়া। যমজ শিশু দুটির চিকিৎসার জন্য সরকার ও দেশের বৃত্তবান মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেন। যমজ সন্তান দুটির চিকিৎসার জন্য ইতিমধ্যে অনেকে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।
রোববার (১৬ মে) পেট জোড়া লাগানো নবজাত দুটির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। জোড়া লাগানো যমজ শিশুদের পিতার হাতে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা তুলে দেন জেলা প্রশাসক।
এসময় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জোড়া লাগানো যমজ শিশুদের পিতা জুয়েল মিয়ার হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন। এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, শিশু দুইটির উন্নত চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে জেলা প্রশাসন।