শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:২৪ পূর্বাহ্ন
ফেনী প্রতিনিধি: ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের নিরস্ত্র নারী শিশুসহ সকলের উপর নির্বিচারে গণহত্যা পরিচালনার প্রতিবাদে ফেনী প্রেসক্লাবের উদ্যোগে
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭মে) বিকেলে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রেসক্লাবের আয়োজিত মানববন্ধনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক ছাড়াও পর্যায়ক্রমে একাত্মতা প্রকাশ করে এতে যোগ দেয় জেলার রাজনৈতিক, শিক্ষক, শ্রমিক, মানবাধিকার সংগঠন, কবি-সাহিত্যিকদের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা।
প্রেসক্লাবের সভাপতি জসিম মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এন এন জীবনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এড. সৈয়দ আবুল হোসেন, বুলবুল সিকিউরিটিজ লিঃ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ এস শাহদুল হক বুলবুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই জেলা প্রতিনিধি রবিউল হক রবি, বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার কর্মী এড. জাহাঙ্গীর আলম নান্টু, কাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড.কাজী বুলবুল আহমেদ সোহাগ, দৈনিক স্টার লাইন পত্রিকার নির্বাহী সম্পাদক ও স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন, দাগনভুঁঞা বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কায়েস রিপন,
জেলা মিনি ট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ফেনী জেলা কমিটির সহ-সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সুমন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম ইউসুফ আলী, সিনিয়র সহ-সভাপতি সিহাব উদ্দিন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন।
অন্যান্যদের মাঝে এতে আরো উপস্থিত ছিলেন,প্রেসক্লাবের দফতর সম্পাদক এম, শরিফ ভূঁঞা, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক, ধর্ম বিষয়ক সম্পাদক আহসান উল্যাহ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক তোফায়েল মিলন, সদস্য জসিম উদ্দিন ফরায়েজি, এম নাসির উদ্দিন, কামরুল হাসান, ভোরের কাগজের ছাগলনাইয়া প্রতিনিধি আব্দুল আউয়াল চৌধুরী, সাপ্তাহিক ফেনীর শক্তির বার্তা সম্পাদক ওমর ফারুক ভূঁঞা, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির ফেনী জেলার সাংগঠনিক সম্পাদক ওয়াজি উল্ল্যাহ বশর, আব্দুর রহিম, তোফায়েল লিটন, নজরুল ইসলাম, আজকের প্রতিক্রিয়া স্টাফ রিপোর্টার কামরুল হাসান ছিদ্দিকি, শহর প্রতিনিধি জাফর ঈমাম রতন, আহমেদ আলী নয়ন, আব্দুল মমিন ভূঞা, দৈনিক স্টার লাইন প্রতিনিধি আজিজ আল ফয়সাল।
এসময় বক্তারা বলেন, মসজিদুল আকসাসহ ফিলিস্তিনি ভূখণ্ডে একের পর এক হামলা করে ইসরায়েল মুসলিমদের বিরুদ্ধে ক্রুসেড ঘোষণা করেছে। বিশ্বের মোড়ল দেশগুলোর ইন্ধন ও প্রশ্রয়ে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে ইসরায়েল। রোজার মাসে ইফতারের সময় এমনকি ঈদুল ফিতরের দিনেও মসজিদুল আকসায় নামাজরত মুসল্লিদের ওপর বর্বর হামলা চালিয়ে শত শত নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের শহীদ করেছে। মুসলমানদের ওপর এমন উদ্ধত আচরণ মেনে নেয়া যায় না উল্লেখ করে ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরাইলের বর্বরোচিত হামলার বিরুদ্ধে মুসলিম বিশ্ব, জাতিসংঘ, আরবলীগ এবং ওআইসিকে অবিলম্বে জরুরি বৈঠকে বসে আইনি পদক্ষেপ নেয়ার আহ্বান জানায় তারা।