শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ

বোলারদের র‌্যাঙ্কিংয়ে দুইয়ে মিরাজ, সেরা দশে মোস্তাফিজও

তরফ স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দারুণ নৈপুন্য নিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় উন্নতি দেখলেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচে ৪, দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ে বড় ভূমিকা পালন করেন এই টাইগার স্পিনার। এবার অনবদ্য পারফরম্যান্সের পুরস্কার পেলেন। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বোলারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন মিরাজ। সেরা দশে স্থান পেয়েছেন পেসার মোস্তাফিজুর রহমানও।

আগে র‌্যাঙ্কিংয়ে ৫ নম্বরে ছিলেন মিরাজ। লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচে ৭ উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে এসেছেন তিনি। এর মধ্য দিয়ে তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সেরা দুইয়ে থাকার কীর্তি দেখালেন মিরাজ।

২০০৯ সালে প্রথমবার সাকিব আল হাসান অডিআই বোলারদের র‌্যাঙ্কিংয়ে প্রথম হয়েছিলেন। ২০১০ সালে বাংলাদেশের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক সেরা দুইয়ে জায়গা করে নেন।

সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে আসা মিরাজের রেটিং পয়েন্ট ৭২৫। শীর্ষে থাকা নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্টের রেটিং ৭৩৭ পয়েন্ট।

আট ধাপ টপকে সেরা দশে জায়গা করে নেয়া মোস্তাফিজুর রহমান ৬৫২ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে উঠে এসেছেন। আট পয়েন্ট বেশি নিয়ে আটে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড। লঙ্কানদের বিপক্ষে ২ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ২০১৮ সালে বাঁহাতি এই পেসার বোলারদের র‌্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে উঠেছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com