শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

ফেনীর বড় বাজারে অগ্নিকান্ড, অর্ধ কোটি টাকার ক্ষতি

ফেনী প্রতিনিধি: ফেনী শহরের বড় বাজারের সওদাগর টাওয়ারে অগ্নিকান্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। বুধবার (২৬ মে) রাত সাড়ে ৯টার দিকে ওই মার্কেটের ৪র্থ তলার আইমান ফোম নামে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের ১২টি দোকানে ছড়িয়ে পড়ে।

আইমান ফোম দোকানের মালিক অর্জুন দাস বলেন, সওদাগর মার্কেটের চতুর্থ তলায় আমার ফোম এবং শাড়ির দোকান রয়েছে। সেখানে আমার ৩ লাখ টাকার মালামাল মজুত রয়েছে।

ফেনী ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি বলেন, কীভাবে আগুন লেগেছে সেটি এখনও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফেনী ও ফুলগাজী স্টেশনের পাঁচটি ইউনিট কাজ করেছে। অনেক দোকান বন্ধ থাকায় এতে অনেক কষ্ট হয়েছে। দোকানের শাটার কেটে ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ করতে হয়েছে ।

এ ছাড়া শহরের কোথাও পানি না থাকায় আগুন নেভাতে ভীষণ সমস্যায় পড়তে হয়েছে । ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম । হাজারী বিষয়টি নিশ্চত করে বলেন, আগুনে ১২ টি দোকানের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেনীর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com