বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি : বাহুবলে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) পারভেজ আলম চৌধুরীকে সংবর্ধনা প্রদান করেছে বিজয় কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। সোমবার (৩১ মে) দুপুর ১২টায় প্রতিষ্ঠানের অফিস কক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিত্ব পারভেজ আলম চৌধুরী ছাড়াও আরো উপস্থিত ছিলেন বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অলিউর রহমান অলি, সাবেক আহ্বায়ক হাজী আব্দুল মালিক, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম এ মজিদ তালুকদার, বিজয় কম্পিউটার ট্রেনিং ইন্স্টিটিউটের চেয়ারম্যান সাংবাদিক নূরুল ইসলাম মনি, ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক মনিরুল ইসলাম শামিম, হিলালপুর সুন্নীয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী নোমান হোসেন তালুকদার, প্রভাষক ইয়াকুত আলী, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মোঃ আলাউদ্দিন, বাহুবল সদর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মানসুরুল ইসলাম ওহি প্রমুখ।
উলেখ্য, গত (২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পারভেজ আলম চৌধুরীকে সিনিয়র সহকারি পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেয়া হয়। একই প্রজ্ঞাপনে আরও ১০৪ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদেরকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি দেয়া হয়। পারভেজ আলম চৌধুরী বাহুবল সার্কেলে দীর্ঘ ৩ বছর ৩ মাস সফলতার সহিত দায়িত্ব পালন শেষে সোমবার (৩১ মে) কর্মস্থল ত্যাগ করছেন।