শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-জনগোষ্টীর মাঝে বিভিন্ন উপক্ষরণ বিতরণ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-জনগোষ্ট্রীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপক্ষরণ, শিক্ষাবৃত্তি ও অন্যান্য সুবিধাভোগীদের বিভিন্ন সহায়তা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি এসব উপক্ষরণ বিতরণ অনুষ্টিত হয়। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের ও বিভিন্ন উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপক্ষরণ তুলে দেন বিভাগীয় কমিশনার সিলেট, মো. খলিলুর রহমান।

সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য উন্নয়ন কর্মসূচীর আওতায় শ্রীমঙ্গল উপজেলার ক্ষুদ্র নৃতাত্তিক জনগোষ্ঠীর মাঝে এসময় পাঁচজন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও ৫০জন শারীরিক অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান এছাড়াও ১২জন শিক্ষার্থীকে শিক্ষা, সাংস্কৃতি উপকরণ, ১০ জনকে বাইসাইকেল এবং ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সম্প্রদায়ের ১০ অসচ্ছল নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে। শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান প্রেমসাগর হাজরা, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের মহাসচিব ফিলা পতমী, ফিলেক্্র আশাক্রা প্রমূখ।

এছাড়াও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও উপকারভোগী পরিবারের সদস্যরা অনুষ্টানে উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com