শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসন সংবাদ সম্মেলন করেছে। এবারের ভূমি সেবা সপ্তাহের উল্লেখযোগ্য বিষয় হলো জনগণকে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য অনলাইন সার্ভারে রেজিস্ট্রেশন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

রোববার (৬ জুন ) সকালে জেলা প্রশাসনের কনফারেন্স রোমে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্নব মালাকার উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ও ভূমিসেবা সংক্রান্ত ডিজিটাল কার্যক্রম ও জনগণকে উদ্বুদ্ধ করতে এবারের ভূমি সেবা সপ্তাহ পালিত হচ্ছে৷

সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার (৭জুন) জেলা প্রশাসকের ফ্রন্ট ডেস্ক এবং সকল উপজেলা ভূমি অফিসে তথ্য কেন্দ্র কাম সেবা ডেস্ক চালুকরণ এবং ই-নামজারী, অনলাইন পর্চার আবেদন গ্রহণ করা হবে। একই দিনে অনলাইনে নাগরিক মতামত গ্রহণ ও নাগরিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে অনলাইন বুথ স্থাপন করা হবে। মঙ্গলবার (৮ জুন) অনলাইন পাটফর্ম সরাসরি জেলা প্রশাসনের ফেসবুক পেজে ও জনসমাগম হয় এসব স্থানে ভুমি সেবা ডিজিটালাইজেশন সংক্রান্ত সরকারের জনবান্ধব উদ্যোগ প্রচার করা হবে। বুধবার (৯ জুন) জেলা প্রশাসকের ভুমি অধিগ্রহণ শাখা এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানগুলোতে এ কেসের ক্ষতিপূরণের চেক প্রদান এবং জেলা তথ্য অফিস থেকে সেবামূলক প্রচার প্রচারণা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১০জুন) ভার্চুয়ালী ভাবে (জুম পাটফর্ম) ভুমি সেবা সংক্রান্ত সেমিনার উপস্থাপন ও সমাপনী অনুষ্ঠান হবে।

সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com