সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি বজ্রপাতে নিহত তিনজন ব্যক্তির পরিবারকে পরিবার প্রতি ২০ হাজার টাকার চেক ও শুকনো খাবার (২০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার তেল, ২ কেজি লবন) প্রদান করা হয়েছে।
রোববার (৬ জুন) উপজেলা পরিষদ চত্বরে চেক গুলো বিতরণ করা হয়।
এছাড়াও বজ্রপাতে গরু মারা যাওয়ায় গরুর মালিককে ৫,০০০/-টাকার চেক ও একইভাবে সমহারে শুকনো খাবার প্রদান করা হয়।
চেক বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, ইউএনও মুন মুন জাহান লিজা, পিআইও মেহেদী হাসান টিটু, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ প্রমুখ।