শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:১০ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল কালাপুরে আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মানাধীন ঘরের কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। আশ্রয়ন প্রকল্পের আওতায় কালাপুরে গৃহহীনদের জন্য এসব ঘরের নির্মান চলছে।
মুজিববর্ষ উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলায় ৩০০ গৃহহীনদের জমি সহ ঘর দেওয়ার উদ্যোগ নেয় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন। এর মধ্যে মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্যে দিয়ে কিছু ঘর গৃহীন পরিবারকে হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। বাকি ১৬০টি ঘরের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
আগামী ২০ জুন প্রধানমন্ত্রী সারা দেশের সাথে এই ঘরগুলো উদ্বোধন করবেন। বৃহস্পতিবার বিকেলে ঘরের কাজের অগ্রগতি পরিদর্শন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এসময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম সহ প্রশাসনের অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক প্রকল্প পরিদর্শন শেষে আশ্রয়ন প্রকল্প এলাকায় বিভিন্ন ফলজ বৃক্ষ রোপন করেন।