শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:০১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের জুড়ীতে টিলা থেকে মাটি কাটার অপরাধে দুই ব্যক্তিকে এক লক্ষ টাকার অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার ( ১৩ জুন ) সকালে উপজেলার সমাই বাজার এলাকায় টিলা কাটার খবর পেয়ে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর নির্দেশে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এসময় টিলা থেকে মাটি কাটার অপরাধে আব্দুল জব্বার ও জামাল উদ্দিন নামের দুই ব্যক্তিকে এক লক্ষ টাকার অর্থদন্ড দেন আদালত। জেলা
প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, পাহাড় কেটে পরিবেশ বিনষ্টকারীদের কোনো রকম ছাড় নেই। জেলা ব্যাপী পাহাড় কাটা ও অবৈধভাবে ছড়া থেকে বালু উত্তোলনকারীদের বিরোদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে।
তিনি জানান, আজকের অভিযানে দুই জনকে টিলাকাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ (চ) ধারা লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ১৫ (১) ধারা মোতাবেক এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান এবং দন্ডিত অর্থ তৎকালিন আদায় করেন ভ্রাম্মমান আদালত পরিচালনাকারী জুড়ী সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে জুড়ী থানা পুলিশের একটি দল সহায়তা করেন।