সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ০৯:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ

বাহুবলে পিকআপ ভ্যান চাপায় এক নারী নিহত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে অজ্ঞাত পিকআপ ভ্যানের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছে। সোমবার (২১ জুন) দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুর সিটকো সিএনজি ফিলিং সামনে এ ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলা রিমপুর ইউনিয়নের ফদ্রখলা গ্রামের আব্দুল রহমানের স্ত্রী জরিনা বেগম (৫৫) প্রয়োজনীয় কাজে বাহুবল ব্রাক অফিসের আসেন । সেখানে কাজ শেষে সিএনজি যোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে গাড়িটির গ্যাস পুড়িয়ে যাওয়ায় সিটকো সিএনজি ফিলিং স্টেশনে প্রবেশ করে। এ সময় জরিনা বেগম অন্য একটি সিএনজিতে উঠার জন্য রাস্তা পারাপার করতে গেলে দ্রুতগামী একটি পিকআপ ভ্যান নারীকে চাপা দিয়ে চলে যায়।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে জরিনা বেগমকে গুরুত্বর অবস্থায় বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে জরিনা বেগমকে এ্যাম্বুলেন্স যোগে সিলেট রওয়ানা দেয়ার মুহূর্তেই গাড়িতে মৃত্যুর খোলে ঢলে পড়েন।

এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিকভাবে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই জসিম উদ্দিনকে সাথে নিয়ে হাসপাতালে পৌছে নিহত জরিনা বেগমের পরিবারবর্গকে সান্তনা দেন। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ হাসপাতালে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে মর্গে প্রেরণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com