শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারে ইয়াবা সহ জুয়েল আমিন (৩২) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। আটক জুয়েল কাজিরগাঁও এর মো. মজু মিয়ার পুত্র।
সোমবার (২৮ জুন) বিকেলে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান এর নেতৃত্বে অভিযান চালিয়ে শহরের কাজিরগাঁও জামে মসজিদের সামন থেকে তাকে আটক করা হয়। এসময় তাঁর কাছ থেকে ২৪পিছ ইয়াবা ট্যালেট উদ্ধার করে ডিবি পুলিশ।
গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া’র নির্দেশে জেলাকে মাদক মুক্ত করতে ডিবি পুলিশের অভিযান চলমান থাকবে। আককৃতের বিরোদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।