সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ

শ্রীমঙ্গল সীমান্ত এলাকা থেকে ভারতীয় চা পাতা উদ্ধার

শ্রীমঙ্গল (মৌলভীবাজা) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিবিজির অভিযানে ৭০ কেজি ভারতীয় চা পাতাসহ দুইজনকে আটক করা হয়েছে। চা সহ আটককৃতদের শনিবার দুপুরে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করেছে বিজিবি।

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক জানান, শ্রীমঙ্গল সেক্টরের নিয়ন্ত্রনাধিন ৫৫ বিজিবি দুই আসামীসহ ৬৯ কেজি চা পাতা তাদের কাছে হস্তান্তর করেছেন। বিজিবির দেয়া এজহারের বরাত দিয়ে তিনি জানান, ৫৫ বিজিব নায়েক মোঃ এরশাদ আলী নেতৃত্বে বিবিজি সদস্যরা উপজেলার রাজঘাট গুটিবাড়ি সীমান্ত ফাড়ি এলাকায় টহলের সময় শ্রীমঙ্গল খেজুরীছড়া নামক স্থান থেকে তাদের আটক করেন।

৫৫ বিজিব নায়েক মোঃ এরশাদ আলী জানান, গুটিবাড়ি সীমান্ত এলাকার মেইন পিলার ১৯৪২/২৫ এস হইতে অনুমান ৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে জিআর নং- ৭২৭৭৮৯ এম/এস ৭৮ পি/১২ এ পৌছা মাত্র দুইটি বাইসাইকেল যোগে কিছু মালামাল সহ দুইজন ব্যক্তি ভারত হইতে বাংলাদেশের দিকে আসতে দেখেন। এ সময় তাদের চ্যালেঞ্জ করে পিছুনেন। তখন তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পালানোর সময় তাদের ধাওয়া করে সিন্ধুরখান জানউড়া গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে মোঃ রশিদুর রহমান (২৫) ও মৃত আব্দুল কাদির এর ছেলে মোঃ সফিক মিয়া (৩৫) আটক করেন ।

এ সময় তাদের সাথে থাকা দুইটি সাইকেলের উপর ৩টি সাদা রংয়ের পাষ্টিকের বস্তা ও ১টি সবুজ রংয়ের কাপড়ের বস্তা ভিতর মোট ৬৯ কোজ ভারতীয় চা পাতা আটক করেন। যাহার মুল্য অনুমান ২০ হাজার ৭শত টাকা এ বিষয়ে বিজিবি নায়েক মোঃ এরশাদ আলী বাদি হয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা রুজু করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com