মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজা) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎপৃষ্ট হয়ে হাত ও পা ঝলসানো অবস্থায় একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
মঙ্গলবার (৬ জুলাই) সকালে উপজেলার পূর্ব আশিদ্রোন ইউনিয়নের মতিউর রহমানের বাড়ি থেকে লজ্জাবতী বানরটিকে উদ্ধার করেন করেন শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।
স্বপন দেব সজল জানান, খবর পেয়ে তিনি আশিদ্রোন ইউনিয়ন থেকে লজ্জাবতী বানরটিকে উদ্ধার করেন, বৈদ্যতিক তারের সাথে জড়িয়ে বানরটির ডান হাতের কিছু পুড়ে খসে পড়ে যায়। পেছনের ডান পায়ের অবস্থাও খুব খারাপ। আহত অবস্থায় উদ্ধারের পর বানরটিকে বর্যপ্রণী সেবা ফাউন্ডেশনে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হওয়ার পর লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।