মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৩৪ পূর্বাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে করোনাকালীন সময়ে সংক্রমণ রোধে কোরবানীর অনলাইন ভিত্তিক পশুর হাটের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুলাই) সিলেট বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান অনলাইন ভিত্তিক এই কোরবানির পশুর স্মাট হাটের উদ্বোধন করেন।
জেলা প্রশাসন এর আয়োজনে ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. মেহেদি হাসান এর সঞ্চালনায় স্মাট পশুর হাট উদ্বোধনী অনুষ্টানে ভার্চুয়্যালী ভাবে সংযুক্ত হন স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজা পৌরসভার মেয়র মো, ফজলুর রহমান, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস ছামাদ।
এছাড়াও বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার ও জনপ্রতিনিধিবৃন্দ অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য দেন। মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, করোনা মহামারির সময়ে আসন্ন ঈদুল আযহা উৎযাপিত হওয়ায়, জেলা প্রশাসনের উদ্যোগে অনলাইন ভিত্তিক পশুর ক্রয়-বিক্রয় হাটের উদ্বোধন করা হয়। পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের ভীর কমাতে এ উদ্যোগ নেয় জেলা প্রশাসন।