মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০২:০১ পূর্বাহ্ন
জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর): জামালপুরের বকশীগঞ্জে করোনার সংক্রমণ রোধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা ও সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছেন। করোনার সংক্রমণ নিম্নমুখী ও মানুষের মধ্যে ভীতি দূর করে সচেতনতা বৃদ্ধি করতে এই দুই কর্মকর্তা মাঠে রয়েছেন শুরু থেকেই।
তাদের সঙ্গে বকশীগঞ্জ থানা পুলিশ, বিজিবি সদস্যরা মাঠে রয়েছেন সর্বক্ষণ। সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও লকডাউন করতে অভিযান পরিচালনা করছেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার লকডাউনের পঞ্চম দিনে উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা অভিযান পরিচালনা করেছেন। তিনি ৯ জনকে সরকারি নির্দেশনা অমান্য করার দায়ে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।