সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল একটি অজগর সাপকে থানায় হস্তান্তর করেছে স্থনীয় জনতা। অজগরটি সুরভীপাড়া এলাকায় কিছু লোক উদ্ধার করে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসে।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক জানান, শুক্রবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু দেব, এস এম সুমেল ও সাইদুর রহমান সুজাত সাপটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসলে তারা এটিকে বনে অবমুক্তের জন্য বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন সজল দেব সাপটি সংগ্রহ করে বন বিভাগকে অবগত করেন।
সজল দেব জানান, থানা থেকে সাপ এনেছেন বন বিভাগের লোক আসলে সন্ধ্যায় এটিকে লাউয়াছড়া বনে অবমুক্ত করবেন।
রাজু দেব জানান, শুক্রবার দুপুরে কলেজ রোড এর সুরভী পাড়া এলাকায় একটি পরিত্যাক্ত ডোবার পাশে কিছু লোক সাপটিকে মারতে যাচ্ছিল। এ সময় তারা তাদের বাঁধা দিয়ে লোকজনের সহায়তায় বস্তায় ভরে থানায় এনে জমা দেন।