শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৩:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ

বাহুবলে প্রতিবন্ধী তাহির মিয়ার ওপর মাদকসেবীর হামলা

নিজস্ব প্রতিবেদক: অসামাজিক কর্মকান্ডের প্রতিবাদ করায় হবিগঞ্জ জেলার পরিচিত মুখ প্রতিবন্ধী তাহির মিয়ার ওপর হামলা করেছে এক মাদকসেবী ও তার লোকজন। ঘটনাটি ঘটেছে রোববার (১ আগষ্ট) সন্ধ্যা ৬ টায় বাহুবল উপজেলার মিরপুর বাজারে।

জানা যায়, উপজেলার রাঘপাশা গ্রামের আব্দুস শহিদের এর পুত্র সানু মিয়া ও সারাজ মিয়া এলাকায় নানান অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানা ও আদালতে রয়েছে একাধিক চুরি, ছিনতাই ও মাদক মামলা। একই গ্রামের আব্দুল হামিদের পুত্র মোঃ তাহির মিয়া একজন প্রতিবন্ধী হয়েও এসব অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে ছিলেন সোচ্চার। এতে ক্ষিপ্ত হয়ে উঠে সানু মিয়া ও সারাজ মিয়া।

উল্লেখিত সময়ে মিরপুর মাছবাজারস্থ আল-হাবিব ফার্মেসীতে অসুস্থ প্রতিবন্ধী তাহির মিয়াকে একা পেয়ে অতর্কিত হামলা চালায় সারাজ মিয়া ও তার লোকজন। এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বাহুবল মডেল থানার এস.আই ফারুকের নেতৃত্বে একদল পুলিশ।

হামলার শিকার প্রতিবন্ধী তাহির মিয়া অভিযোগ করে বলেন, “সানু ও সারাজ মিয়া এলাকায় নানান অসামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানা ও আদালতে রয়েছে একাধিক চুরি, ছিনতাই ও মাদক মামলা। যা ইতোপূর্বে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। এসব অসামাজিক কর্মকান্ডের প্রতিবাদ করার কারনেই সানু মিয়ার নির্দেশে তার ভাই সারাজ মিয়া ও তার লোকজন আমার উপর হামলা চালিয়েছে। আমি এর ন্যায় বিচার চাই।”

উল্লেখ্য, প্রতিবন্ধী তাহির মিয়া জেলার একজন পরিচিত মুখ। তিনি হবিগঞ্জ প্রতিবন্ধী উন্নয় সংস্থার সাবেক সভাপতি এবং বাহুবল উপজেলা প্রতিবন্ধী ব্যাক্তির অধিকার সুরক্ষা আইন কমিটির সদস্য।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com