শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

মা নিখোঁজ, ২৩০ কিলোমিটার সাইকেল চালিয়ে গ্রামে ফিরলেন ছেলে

তরফ নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লঙ্গুরপাড় গ্রামের বাসিন্দা সোহেল আহমেদ (২৮)। কাজের প্রয়োজনে ঢাকায় থাকেন তিনি। সোহেলের গ্রামের বাড়ি থেকে ঢাকার দূরত ২৩০ কিলোমিটারের মতো। গত বুধবার রাত থেকে সোহেলের মা নিখোঁজ আছেন। মায়ের নিখোঁজের খবর শুনে ২৩০ কিলোমিটার বাইসাইকেল চালিয়ে ঢাকা থেকে গ্রামে ফিরেছেন সোহেল।

সোহেল আহমেদ ‘বিরতিহীনভাবে প্রায় ১৪ ঘণ্টা সাইকেল চালানোর পর গ্রামের বাড়ি পৌঁছেছি। বাবা আমাকে জানান, আমার মা হাজেরা বিবি (৪৮) গত বুধবার রাতে বড়ভাইয়ের বাড়িতে খাবার খেয়ে প্রতিবেশী রকিব মিয়ার বাড়িতে ছিলেন। পরের দিন ভোরে ঘুম থেকে উঠে রকিবের স্ত্রীকে চা বানানোর কথা বলে ঘর থেকে বেরিয়ে যান। এরপর থেকে আমার মা নিখোঁজ।

তিনি আরও বলেন, ‘বিষয়টি আমাকে জানানো হয় শনিবার রাতে। রোববার ভোরে গণপরিবহন বন্ধ থাকায় বাইসাইকেলে যাত্রা শুরু করি এবং রাতে পৌঁছিয়েছি। ‘

সোহেলের মামা আসিদ আলী বলেন, ‘আমরা বিষয়টি ওকে জানাতে চাইনি। কিন্তু, কোনো উপায় না পেয়ে জানাতে বাধ্য হয়েছি। কিন্তু, সে যে এভাবে বাড়িতে ফিরবে সেটা বুঝতে পারিনি।’

সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আসাদ বলেন, ‘এই ঘটনা পুরো এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। মায়ের ভালোবাসার টানে সে এটা করতে পেরেছে। আমরা চাই শিগগির তার মায়ের খোঁজ পাওয়া যাক।’

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদোস হাসান বলেন, ‘নিখোঁজ নারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আশা করছি শিগগির তার খোঁজ পাওয়া যাবে।’

তবে, সোমবার রাত নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত হাজেরা বিবির খোঁজ পাওয়া যায়নি।

সূত্র: দ্য ডেইলি স্টার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com