শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন

করোনাভাইরাস: আজ মৃত্যু ১৩৯, শনাক্ত ১৫.১৬ শতাংশ

তরফ নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ১৩৯ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ হাজার ২৮২ জন।

গতকাল শনিবার করোনায় দেশে ১২০ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪৮০৪ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া, ৭ আগস্ট মৃত্যু হয়েছিল ২৬১ জনের।

গত ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩১ হাজার ৬৮৯টি নমুনা পরীক্ষায় ৪৮০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ১৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩৯ জনের মধ্যে ৭২ জন পুরুষ ও ৬৭ জন নারী।

২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ জন মারা গেছেন।

এ ছাড়া, খুলনা বিভাগে ১৭ জন, সিলেট বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ১৫ জন, সিলেটে ১২ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন, বরিশাল বিভাগে ৮ জন ও রংপুর বিভাগে ৮ জন মারা গেছেন।

একই সময়ে দেশে সুস্থ হয়েছেন ৮৪৫৩ জন। মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৬৩ হাজার ৮৭৪ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৩ দশমিক ২৯ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৭৩ শতাংশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com