রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:১০ অপরাহ্ন

শ্রীমঙ্গল থানার নতুন ওসি মো. শামীম অর রশীদ তালুকদার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গল থনায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন শামীম অর রশীদ তালুকদার। তিনি এর আগে ডিমপি’র অধীনে আদাবর, দক্ষিণখান, চকবাজার ও সব শেষ তেজগাঁও থানায় দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

সম্প্রতি ওসি আব্দুছ ছালেক বদলী হলে। শামীম অর রশীদ গত সোমবার শ্রীমঙ্গল থানার দায়িত্বভার গ্রহন করেন। বিদায়ী ওসি আব্দুছ ছালেক নবাগত ওসিকে দায়ত্ব হস্তান্তর করেন।

নবাগত ওসি শামীম অর রশীদ বলেন, শ্রীমঙ্গল থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সচেষ্ট থাকবেন। পাশাপাশি মাদক নির্মূলে জোড়ালো পদক্ষেপ গ্রহন করবেন। এ ব্যাপারে তিনি শ্রীমঙ্গলবাসীর অন্তরিক সহযোগিতা চেয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com