শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বাহুবলের জয়পুরে অবস্থিত শ্রীচৈতন্য মহাপ্রভুর মাতুলালয় শ্রীচৈতন্য মহাপ্রভুর মাতুলালয় শ্রীশ্রী শচীঅঙ্গন ধামের ৫ দিন ব্যাপী বার্ষিক উৎসব শুরু হচ্ছে রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে। এদিন দুপুর ১২টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য উৎসবের উদ্বোধন করবেন। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে মন্দিরের ৪১তম বার্ষিক উৎসব আগামী ১৭ ফেব্রুয়ারি শেষ হবে।
স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জানা যায়, রবিবার সকালে ঢাকা থেকে যাত্রা শুরু করে বেলা ১১টায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বাহুবলের শ্রীশ্রী শচীঅঙ্গন ধামে পৌঁছাবেন। এরপরে তিনি মন্দিরের নীলাম্বর মঞ্চে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এসময় বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে থাকবেন বাহুবল-নবীগঞ্জ নির্বাচনী এলাকার সাংসদ আলহাজ্ব মিলাদ গাজী। এছাড়া হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এস এম মুরাদ আলী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন।
অনুষ্ঠানের বিষয়ে জানতে চাইলে শ্রীশ্রী শচীঅঙ্গন ধামের ৪১তম বার্ষিক উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার অভিজিৎ ভট্টাচার্য্য বলেন, এবার করোনার কারণে সরকারি নির্দেশনা মেনে বার্ষিক উৎসব পালিত হবে। পাশাপাশি মাস্ক ছাড়া কেউ মন্দিরে প্রবেশ করতে পারবেন না।
অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে, ১৩ ফেব্রুয়ারি রবিবার সকালে গীতা যজ্ঞ, দুপুরে উদ্বোধনী অনুষ্ঠান, রাতে ধর্মীয় সঙ্গীত, ১৪ ফেব্রুয়ারি সকালে পদাবলী কীর্তন, দুপুরে প্রসাদ বিতরণ, রাতে ষোড়শ প্রহর নামযজ্ঞের শুভ অধিবাস, ১৫ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর থেকে ষোড়শপ্রহর ব্যাপী কীর্তন শুরু, ১৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে মহাপ্রসাদ বিতরণ, ১৭ ফেব্রুয়ারি সকালে দধিভা- ভঞ্জন ও রাতে ধর্মীয় পুতুল নাচ।