শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

ইসি-সিইসি পদের জন্য ৫০ জনের সংক্ষিপ্ত তালিকা করেছে সার্চ কমিটি

তরফ নিউজ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং ৪ নির্বাচন কমিশনার (ইসি) পদের জন্য ৩২২ জন নাগরিকের মধ্যে থেকে ৫০টির মতো নাম বাছাই করেছে সার্চ কমিটি।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সার্চ কমিটি তাদের বৈঠকে এই সংক্ষিপ্ত তালিকা তৈরি করে।

কমিটির একটি সূত্র জানিয়েছেন, সিইসি ও ইসি পদের জন্য ১০টি নাম চূড়ান্ত করার জন্য কমিটি শনিবার পরবর্তী বৈঠকে নির্বাচিত নামগুলো যাচাই-বাছাই করবে।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত সার্চ কমিটি সিইসি ও ৪ ইসির সদস্য নিয়োগের জন্য আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে ১০টি নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পাঠাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে সার্চ কমিটি ৩৯টি নিবন্ধতি রাজনৈতিক দলের কাছে চিঠি দিয়ে ১১ ফেব্রুয়ারির মধ্যে নাম চেয়েছিল। সময়সীমার মধ্যে মাত্র ২৪টি রাজনৈতিক দল নাম প্রস্তাব করে। এছাড়া বিভিন্ন পেশাজীবী সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি ও ব্যাক্তি উদ্যোগেও অনেকে মন্ত্রিপরিষদ বিভাগে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। বিএনপি, সিপিবি ও বাসদ কারও নাম প্রস্তাব করেনি। এই দলগুলো থেকে নাম পেতে বিচারপতি ওবায়দুল হাসান সোমবার বিকেল ৫টা পর্যন্ত সময় বাড়ানোর কথা জানান। তবে দলগুলো শেষ পর্যন্ত কারও নাম প্রস্তাব করবে না বলে জানায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com