বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

বাহুবলে কৃষি জমি ও পাহাড় কেটে মাটি পাচারকারীদের লাগাম টানছে প্রশাসন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে কৃষি জমি ও পাহাড় কেটে মাটি পাচারকারীদের লাগাম টানতে যাচ্ছে প্রশাসন। আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় উপস্থিত সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে। কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশিম, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, মেডিকেল অফিসার ডা. মৃনাল কান্তি দেব, ইউপি চেয়ারম্যান তফজ্জুল হক রাহিন, ইউপি চেয়ারম্যান মোঃ মুদ্দত আলী, ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক, ইউপি চেয়ারম্যান আ.ক.ম উস্তার মিয়া তালুকদার, ইউপি চেয়ারম্যান মোঃ শামীম আহমেদ, ভাদেশ্বর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রীকুমার কৈরী, উপজেলা শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জোনায়েদ, উপজেলা মহিলা বিষয়ক নুসরাত ফেরদৌসী, গ্রাম আদালতের উপজেলা সম্বয়কারী মোঃ শাকিল মিয়া, উপজেলা আনসার ভিডিপি অফিসার মুর্শিদা আক্তার, বাহুবল বাজার মসজিদের ইমাম মুফতি মাওলানা তাজুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, এ উপজেলায় অর্ধশতাধিক ইট ভাটা রয়েছে। নির্বিচারে এ ইটভাটার জন্য মাটি সংগ্রহ করা হচ্ছে। এর প্রভাবে অত্র উপজেলার কৃষি জমি ও পাহাড়ের টিলাগুলো ছাড়াও ক্ষতিগ্রস্থ হচ্ছে রাস্তাঘাট। এছাড়াও মাটি উত্তোলনকারী ট্রাক্টরের অবাধ বিচরণে উড়ছে ধুলোবালি। ট্রাক্টরের শব্দ ও ধুলোবালিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। এ নিয়ে জনমনে মারাত্মক ক্ষোভ বিরাজ করছে। বক্তারা নির্বিচারে বালু-মাটি উত্তোলনকারীদের লাগাম টানার দাবি জোরালো দাবি উত্তাপন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com