সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১১:৪১ অপরাহ্ন

হবিগঞ্জে দেড় হাজার গাছ রোপন করল বিজিবি

দিদার এলাহী সাজু, বিশেষ প্রতিনিধি: জাতীয় বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫ উপলক্ষে “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সীমান্ত রক্ষা ও পরিবেশ সংরক্ষণের প্রত্যয়ে বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) আয়োজিত “বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫” সোমবার (৭ জুলাই) ব্যাটালিয়ন সদরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান।

তিন দিনব্যাপী এ কর্মসূচির আওতায় হবিগঞ্জ ব্যাটালিয়ন সদরসহ অধীনস্থ ১৬টি বিওপিতে রোপন করা হচ্ছে দেশীয় ফলজ, ভেষজ, ফুলজ এবং বজ্রপাত প্রতিরোধে কার্যকর তালগাছসহ ১,৫০০ টির বেশি গাছ। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য ও বজ্রপাতপ্রবণ এলাকা বিবেচনায় এসব গাছ রোপনের উদ্যোগ নেয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্যমতে, প্রতি বছর হবিগঞ্জ জেলায় বজ্রপাতে গড়ে ১০-১২ জনের প্রাণহানি ঘটে।বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত তালগাছ বজ্রপাত প্রতিরোধে সহায়ক হওয়ায় এই গাছ রোপনে বিশেষ গুরুত্ব দিয়েছে ৫৫ বিজিবি।

পাশাপাশি আম, কাঁঠাল, লিচু, জামরুল, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও শিমুল গাছ রোপন করা হয়েছে পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে।

অনুষ্ঠানে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, বৃক্ষ শুধু পরিবেশ নয়, জীবন রক্ষায়ও সহায়ক। তালগাছ রোপনের মাধ্যমে আমরা বজ্রপাতজনিত ঝুঁকি কমাচ্ছি, আর দেশীয় গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করছি। এই প্রচেষ্টা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং জীববৈচিত্র্যপূর্ণ বাংলাদেশ উপহার দেবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com