বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ধান ক্ষেত থেকে ডাকাতের গলাকাটা লাশ উদ্ধার বিজিবি-সেনাবাহিনীর যৌথ অভিযানে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সীমানা পরিবর্তন হলো ৪৬ সংসদীয় আসনের চুনারুঘাটে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়: তারেক রহমান জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষ:  লাঠিচার্জে আহত গণ অধিকার পরিষদের নেতা নুর চুনারুঘাটে বাল্লা স্থলবন্দরের কার্যক্রম স্থগিত চুনারুঘাটের কৃতি সন্তান আব্দুর রহমান তরফদার সচিব পদে পদোন্নতি বাহুবলে দলিল লিখক সমিতির নয়া কমিটি গঠিত

বাহুবল একুশে বই মেলার প্রস্তুতি সভায় ৩ দিনব্যাপি মেলা আয়োজনের সিদ্ধান্ত

নিজস্ব সংবাদদাতা : বাহুবল উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহ্যবাহী একুশে বইমেলা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাহুবল অফিসার্স ক্লাবে আয়োজিত একুশে বই মেলার প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।

উপজেলা পরিষদের সিএ কনক দেব মিঠুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আব্দুল আউয়াল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রতœদীপ বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুসরাত ই এলাহী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রানা বনিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, উপজেলা তথ্য কর্মকর্তা জয়া সাহা, ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন লিয়াকত, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মজিদ তালুকদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক সৈয়দ আব্দুল গফফার মিলাদ, যুগ্ম আহ্বায়ক বদরুল আলম, এম রশিদ আহমেদ, উপজেলা কৃষকলীগের সভাপতি মখলিছুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসের ক্রেডিট সুপারভাইজার জহিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল আলম, শিক্ষক সমরেশ ভট্টাচার্য, তাজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল চৌধুরী, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের সভাপতি মুকুল চৌধুরী প্রমুখ। এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় আগামি ১৯, ২০ ও ২১ ফেব্র“য়ারি ৩ দিনব্যাপি বাহুবল একুশে বই মেলা আয়োজনের সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, বিগত বছরগুলোতে একুশে বই মেলা ৫ দিনব্যাপি অনুষ্ঠিত হলেও এবার উপজেলা নির্বাচনকে ঘিরে উপজেলা প্রশাসন ব্যস্ত থাকায় ৩ দিনে কমিয়ে আনা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com