শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন

৮৭ উপজেলায় আ.লীগ প্রার্থীর নাম প্রকাশ

তরফ নিউজ ডেস্ক : অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের ৮৭ প্রার্থীর নাম প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শনিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই নামগুলো ঘোষণা করেন।

তিনি বলেন, “এটি তালিকা প্রকাশের প্রথম ধাপ। ১৯ সদস্যের মনোনয়ন বোর্ড এই তালিকা চূড়ান্ত করেছে।”

পাঁচ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন শুরু হচ্ছে আগামী ১০ মার্চ ৮৭ উপজেলায় ভোটগ্রহণের মধ্য দিয়ে।

দেশের ৪৯২টি উপজেলার মধ্যে অন্তত ৪৮০টিতে এবার ভোট হচ্ছে। প্রথম ধাপে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রজশাহী বিভাগের ৮৭ উপজেলায় ভোট হবে।

প্রথম ধাপে মনোনয়নপত্র জমার শেষ সময় ১১ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই হবে ১২ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি।

মার্চ মাসেই পরবর্তী চারটি ধাপের ভোটগ্রহণ হবে। দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ  হবে ভোট। পঞ্চম ও শেষ ধাপের ভোট হবে ১৮ জুন।

উপজেলাগুলোতে নৌকা প্রতীকের প্রার্থী বাছাইয়ে তৃণমূল থেকে সুপারিশ নিয়ে চূড়ান্ত মনোনয়ন দিচ্ছে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড।

৮৭ উপজেলার প্রার্থীর তালিকা দেখতে এখানে ক্লিক করুন

 

তৃণমূল থেকে নামের সুপারিশ নিয়ে ইতোমধ্যে ৭০০ অভিযোগ এসেছে কেন্দ্রে।

এ বিষয়ে কাদের সাংবাদিকদের বলেন, “সেটা দলের আভ্যন্তরীণ ব্যাপার। সব বিবেচনা করেই মনোনয়ন বোর্ড নমিনেশন দিয়েছে। সার্বিক শৃঙ্খলা, সাংগঠনিক অবস্থা বিচার বিশ্লেষণ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বিএনপি নির্বাচনে না এলেও দলটির অনেক নেতা হিসেবে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন বলে খবর পাওয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, “অপজিশন শক্তিশালী হলে গণতন্ত্রের জন্য ভালো। বিএনপি দুর্বল হোক, সেটা আমরা চাই না। কিন্তু তারা নিজেদের নেতিবাচক রাজনীতির জন্য দুর্বল হলে আমাদের কিছু করার নাই।”

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে কাদের বলেন, “বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার আগেই হেরে যায়। তারা নালিশের রাজনীতি করছে। তারা নেতিবাচক রাজনীতি আঁকড়ে ধরে আছে। তারা তারা পুরনো মরচে ধরা হাতিয়ার নেতিবাচক রাজনীতির হাতিয়ার ব্যবহার করছে।”

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

চূড়ান্ত মনোনয়ন পাওয়া ৮৭ জনের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন তেঁতুলিয়ার কাজী মাহমুদুর রহমান, দেবীগঞ্জের হাসানুজ্জামান চৌধুরী জজ, বোদার ফারুক আলম, আটোয়ারীর তহিদুল ইসলাম, নীলফামারী সদরের শাহেদ মাহমুদ, ডোমারের তোফায়েল আহম্মেদ, ডিমলার তবিবুল ইসলাম, সৈয়দপুরের মো. মোখছেদুল মোমিন, কিশোরগঞ্জের জাকির হোসেন বাবুল, জলঢাকার আনসার আলী মিন্টু, লালমনিরহাট সদরের নজরুল হক পাটওয়ারী, পাটগ্রামের রুহুল আমিন বাবুল, হাতিবান্ধার লিয়াকত হোসেন, আদিতমারীর রফিকুল আলম, কালিগঞ্জের মাহবুবুজ্জামান আহম্মেদ, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীর মজিবুর রহমান, উলিপুরের গোলাম হোসেন মন্টু, রৌমারীর শওকত আলী সরকার, ফুলবাড়ীর আতাউর রহমান, রাজারহাটের আবু নুর মোহাম্মদ আকতারুজ্জামান, কুড়িগ্রাম সদরের আমানুদ্দিন আহম্মেদ, জয়পুরহাট সদরের এসএম সোলাইমান আলী, পাঁচবিবির আলমগীর শহীদ ম-ল, আক্কেলপুরের আবদুস সালাম আকন্দ, কালাইয়ের মাহফুজুর রহমান, ক্ষেতলালের মোস্তাকিম ম-ল, পবার মনসুর রহমান, তানোরের লুৎফর হায়দার রশিদ, পুঠিয়ার হিরা বাচ্চু, দুর্গাপুরের নজরুল ইসলাম, বাঘার মো. লায়েক উদ্দিন, নাটোর সদরের শরীফুল ইসলাম রমজান, গুরুদাসপুরের জাহিদুল ইসলাম, বাগাতিপাড়ার সেকান্দার রহমান, সিংড়ার শফিকুল ইসলাম, বড়াইগ্রামের সিদ্দিকুর রহমান পাটওয়ারী, নাগপুরের ইসহাক আলী, সিরাজগঞ্জ সদরের রিয়াজ উদ্দিন, কাজীপুরের খলিলুর রহমান সিরাজ, রায়গঞ্জের ইমরুল হোসেন, খালিয়াজুরীর গোলাম কিবরিয়া জোয়ারদার, দুর্গাপুরের ইমরুল হক খান, মোহনগঞ্জের শহীদ ইকবাল, বারহাট্টার গোলাম রসুল তালুকদার, কলমাকান্দার আবদুল খালেক, মদনের হাবিবুর রহমান, পূর্বধলার জাহিদুল ইসলাম সুজন, কেন্দুয়ার নুরুল ইসলাম, হবিগঞ্জ সদরের মশিউর রহমান শামীম, নবীগঞ্জের আলমগীর চৌধুরী, লাখাইয়ের মশিউর আলম আজাদ, বাহুবলের আবদুল হাই, মাধবপুরের আতিকুর রহমান, চুনারুঘাটের আবদুল কাদির লস্কর, আজমিরীগঞ্জের মর্তুজা হাসান, বানিয়াচংয়ের আবুল কাশেম, সুনামগঞ্জ সদরের খাইরুল হুদা, ধর্মপাশার শামীম আহম্মেদ মুরাদ ও ছাতকের ফজলুর রহমান।
এবার পাঁচ ধাপে দেশের ৪৯২টি উপজেলার মধ্যে ৪৮০টিতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে ১০ মার্চ প্রথম ধাপে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের ৮৭ উপজেলায় ভোট হবে। প্রথম ধাপে মনোনয়নপত্র জমার শেষ সময় ১১ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই হবে ১২ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ দিন ১৬ ফেব্রুয়ারি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com