মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (১১ ফেব্রুয়ারি) রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে দিনভর প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। একজন চেয়ারম্যান প্রার্থী হবিগঞ্জে রিটার্নিং অফিসারের কার্যালয়ে এবং বাকী সকল প্রার্থী বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- বর্তমান চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই (আওয়ামীলীগ), জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির চৌধুরী (স্বতন্ত্র), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান নাসির (স্বতন্ত্র) ও সৈয়দ খলিলুর রহমান (স্বতন্ত্র)।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপি নেত্রী নাদিরা খানম (স্বতন্ত্র), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নিলুফার ইয়াছমিন (স্বতন্ত্র), উপজেলা মহিলা পার্টির সভানেত্রী হাসিনা আক্তার শিপা (জাতীয় পার্টি) ও সাবেক ইউপি মেম্বার আওয়ামীলীগ নেত্রী সৈয়দা জ্যোৎস্না আক্তার (স্বতন্ত্র)।
ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তারা মিয়া (স্বতন্ত্র), আওয়ামীলীগ নেতা সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ আলী মিয়া (স্বতন্ত্র), উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি (স্বতন্ত্র), আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি মেম্বার ইয়াকুত মিয়া (স্বতন্ত্র), উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ফারুকুর রশিদ ওরপে ফারুক মিয়া (স্বতন্ত্র), উপজেলা উলামালীগ সভাপতি মাওলানা এসএম শফিকুল ইসলাম তালুকদার (স্বতন্ত্র), আওয়ামীলীগ নেতা শশাংক রঞ্জন দাস (স্বতন্ত্র), হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি নীহার রঞ্জন দেব (স্বতন্ত্র), মাওলানা খন্দকার ইদ্রিছ মিয়া (স্বতন্ত্র) ও মোহাম্মদ আলী।
৭ ইউনিয়নের ৬১ কেন্দ্র নিয়ে গঠিত বাহুবল উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৭৯১। এর মাঝে পুরুষ ৬৫ হাজার ২৭ জন ও মহিলা ৬৩ হাজার ৭৬৪ জন।