বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন

কাদেরের চিকিৎসায় আসছেন দেবী শেঠি

তরফ নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি অসুস্থ্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসা দিতে আসছেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। আজ দুপুর ২টার দিকে তিনি হাসপাতালে এসে পৌঁছাবেন। আওয়ামী লীগের একটি দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

প্রিভেনটিভ অ্যান্ড রিহ্যাবিলিয়েশন কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারিসুল হক বলেন, আমি এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোজাফফর আহমেদ বিমানবন্দরের পথে আছি। বেলা ১২টায় দেবী শেঠির পৌঁছানোর কথা ছিল, কিন্তু ফ্লাইট বিলম্ব হওয়ায় তার আসতে দেরি হবে। তাকে রিসিভ করতে আমরা যাচ্ছি। তিনি এলে তাকে সরাসরি আমরা বিএসএমএমইউয়ে নিয়ে আসব।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com