শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

লাকসামে দূর্যোগ মহড়া অনুুষ্ঠিত

আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা) : ‘‘দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি’’ এই প্রতিপাদ্য নিয়ে সোমবার কুমিল্লার লাকসামে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

লাকসাম উপজেলা প্রশাসনের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাস্তবায়নে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহায়তায় পৌরশহরের লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র-ছাত্রী, ফায়ার সার্ভিস কর্মী, লালমাই হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজনের অংশগ্রহণে ওই মহড়া অনুষ্ঠিত হয়।

লাকসাম দৌলতগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশন অফিসার সফিকুল ইসলামের সভাপতিত্বে ও ফায়ার ম্যান আবু হাসান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম।

এসময়  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেন, ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, প্রধান শিক্ষক এবিএম মাহবুবুর রহিম, সাবেক ছাত্রনেতা আবদুল আউয়াল, লালমাই হাইওয়ে পুলিশের এএসআই বিশ্বরূপ দাশ প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com