শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা: ২০২২ সালের মধ্যে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে হবিগঞ্জ জেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম সফল করতে নবীগঞ্জে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা। টেকনিসিয়ান অজিত কুমারের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রঞ্চনন কুমার সানা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুস সামাদ, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারী সার্জন ডাঃ হাবিব আহমদ, ডাঃ সাইফুর রহমান সাগর, বাংলা টিভি প্রতিনিধি মতিউর রহমান মুন্না প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১৬ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত সারা দেশের ন্যায় হবিগঞ্জ জেলায় কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। ২০২২ সালের মধ্যে বাংলাদেশকে জলাতঙ্কমুক্ত করার লক্ষ্যে একীভুতভাবে স্বাস্থ্য বিভাগ, স্থানীয় সরকার এবং প্রাণী সম্পদ বিভাগ যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করবে। এ রোগটি মুলত কুকুরের কামড় বা আচড়ের মাধ্যমে ছড়ায়। তাছাড়া বন্য অন্যান্য প্রাণীর মাধ্যমেও ছড়ায়।