রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৬ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘‘নারীর রাজনৈতিক ক্ষমতায়নই টেকসই উন্নয়নের পূর্ব শর্ত বিষয়ক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০মার্চ) সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে পিস প্রেসার গ্রুপ(পেইভ) শ্রীমঙ্গল এর আয়োজনে ইউকে এইড, আই এফ ই এফ এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগীতায় আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে এ বিতর্ক প্রতিযোগীতায় আযোজন করা হয়।
বিতর্ক প্রতিযোগীতায় বিষয়বস্তুর বিপক্ষে ইয়ুথ এন্ডিং হাঙ্গার শ্রীমঙ্গল ইউনিট এবং পক্ষে পৌরসভা কিশোরী ক্লাব শ্রীমঙ্গল অংশ গ্রহণ করে। বিচারকদের বিচারে পক্ষের দল পৌরসভা কিশোরী ক্লাব শ্রীমঙ্গল বিজয়ী হয়। পরে পেইভ এর শ্রীমঙ্গল সমন্বয়কারী সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: নজরুল ইসলাম।
এ্যাম্বাসেটর কাজী আছমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মো. আশরাফুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী ও পেইভের কেন্দ্রীয় প্রোগ্রাম অফিসার মাইমুনা আক্তার রুবি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পেইভ এ্যাম্বাসেটর জহির আহমদ শামীম।
সুচি দেব এর সঞ্চালনায় বির্তক প্রতিযোগীতায় মডারেটর হিসাবে দায়িত্ব পালন করেন শ্রীমঙ্গলের সাংস্কৃতিত্ব ব্যত্বি পল্লী উন্নয়ন কর্মকর্তা দেবাশীষ চৌধুরী রাজা এবং বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন দ্বারিকা পাল মহিলা কলেজের প্রভাষক জলি পাল, রুস্তমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দেব এবং দি ল্ইাফ গুডস কেজি স্কুলের অধ্যক্ষ কাজী আছমা আক্তার। বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ীসহ অংশ গ্রহণকারীদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়।