বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন
নবীগঞ্জ সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলার ৩ নং ইনাতগঞ্জ ইউনিয়নের ইছবপুর গ্রামে দুর্বৃত্তের ছরিকাঘাতে নীলু সূত্রধর (৬০) নামে এক বৃদ্ধা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন তার মেয়ে শিল্পি সূত্রধর (৩০)।
মঙ্গলবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে। গুরুতর আহত শিল্পিকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নীলু সূত্র ধর ওই গ্রামের মৃত চানমনি সূত্রধরের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নীলু সূত্রধরের স্বামী মারা যান বিগত ৭/৮ বছর পূর্বে। তার একমাত্র পুত্র জীবন সূত্রধর ১৫/১৬ বছর ধরে কুয়েত প্রবাসী। তার মেয়েরা স্বামীর বাড়িতে থাকেন। পুত্রবধূ হ্যাপি সূত্রধরকে নিয়েই বাড়িতে থাকেন তিনি। গত ১০/১৫ দিন থেকে পুত্রবধূ হ্যাপি পিতার বাড়ি নবীগঞ্জের ভুবরবাগ গ্রামে অবস্থান করছেন। নীলু সূত্রধর বাড়িতে একা এই সুবাধে তার ছোট মেয়ে মাধবপুর উপজেলার মনতলা স্বামীর বাড়ি থেকে মায়ের কাছে বেড়াতে আসেন। মঙ্গলবার রাত ৮টায় দুর্বৃত্তরা নীলু সূত্রধরের ঘরে প্রবেশ করে মা-মেয়ে দুজনকে ছুরিকাঘাত করে। তাদের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহৃ রয়েছে।
এর ফলে ঘটনাস্থলেই নীলু সূত্রধর নিহত হন। গুরুতর আহত হন মেয়ে শিল্পি সূত্রধর। আশংকাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ-বাহুবলের সার্কেল এ এসপি পারভেজ আলম চৌধুরী।