রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

বাহুবলে বাংলা বর্ষবরণ উপলক্ষে থাকবে বৈশাখী মেলার আয়োজন

নিজস্ব সংবাদদাতা : বাহুবলে বাংলা বর্ষবরণ ১৪২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (০৩ এপ্রিল) বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসারের কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইব্রাহিম মুন্সী, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মজিদ তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ, আনসার ভিডিপি কর্মকর্তা রানা বণিক, মডেল থানার এসআই জহিরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার সুহেল রানা, ডিএনআই’র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রনয় চন্দ্র দেব, ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান এসএম নোমান, যুব উন্নয়ন অফিসের ক্রেডিট সুপারভাইজার জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের সিএ কনক দেব মিঠু, কিশলয় জুনিয়র হাই স্কুলের অধ্যক্ষ জামাল আহমেদ প্রমুখ।

সভায় পহেলা বৈশাখ ১৪২৬ উদযাপনের লক্ষ্যে দিনব্যাপি বৈশাখী মেলাসহ সকাল ১০টায় মঙ্গল শোভাযাত্রা, গ্রামীন বিভিন্ন প্রকারের খেলাধুলা ও পান্তা ভাত উৎস আয়োজনের সিদ্ধান্ত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com