সোমবার, ০৩ জুন ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঘূর্ণিঝড় রেমাল: ১৯ উপজেলার নির্বাচন স্থগিত বাহুবল উপজেলা পরিষদ নির্বাচন অবাদ, সুন্দর ও দাঙ্গামুক্তভাবে অনুষ্ঠিত হয়েছে বাসার ছাদে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু রেমাল পরিণত প্রবল ঘূর্ণিঝড়ে, মহাবিপদ সংকেত বাহুবলে ৫ আওয়ামীলীগ নেতাকে হারিয়ে আলেম চেয়ারম্যান নির্বাচিত শান্তিপূর্ণ ও বিশ্বাস যোগ্য নির্বাচন অনুষ্ঠিত করতে পুলিশ বদ্ধপরিকর- এসপি আক্তার হোসেন জনগণ যাকে ভালবাসবে, দায়িত্ব দিতে চাইবে, তাকেই দেবে- জেলা প্রশাসক বাহুবলে বিয়ের আনন্দ-ফুর্তি চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবতীর মুত্যু বাহুবল উপজেলা নির্বাচন : ২০ প্রার্থীর মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ বাহুবল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নবীগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী হারুন সবকিছু হারিয়ে দিশেহারা!

মোঃ সুমন আলী খাঁন নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে : নবীগঞ্জ শহরের ওসমানী রোডের বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশীদের ৩টি ব্যবসা প্রতিষ্টান সর্ম্পূন পুড়ে ছাঁই হয়ে যাওয়ার ঘটনায় সবকিছু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। গত শুক্রবার সকালে ঘটনাস্থলে এসে নিজ চোঁখে ক্ষতি দেখে অজ্ঞান হয়ে পড়েন ব্যবসায়ী হারুন। তাৎক্ষনিক স্থানীয় লোকজন তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদিকে আগুনের এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন ব্যংকের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে শুক্রবার রাতে নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করেছেন ব্যবসায়ী হারুনুর রশীদ। গত শুক্রবার ভোর রাতে নবীগঞ্জ শহরের ওসমানী সড়কে ৩টি দোকানে আগুন লেগে প্রায় ৭০/৮০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ওসমানী রোডের জে, কে, হাই স্কুল মার্কেটে এ অগ্নিকান্ড সংঘটিত হয়। আগুন লাগার মুহূর্তের মধ্যেই ৩টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। এ সময় নবীগঞ্জ থানা পয়েন্ট সকালের জন্য ভোর রাতে সিরিয়েল নিতে আসা সিএনজি চালকরা দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রন করার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রন করে। নবীগঞ্জ পৌরসভার রাজাবাদ গ্রামের বাজার ব্যবসায়ী হারুন মিয়ার নিয়ন মোটরস, নিয়ন ইলেক্ট্রিক ও দিব্য এন্টারপ্রাইজ নামের ৩টি দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এ ব্যাপারে জানতে চাইলে ফায়ার সার্ভিসের কর্মী মোঃ ইউনুস আলী বলেন, নবীগঞ্জ শহরের ওসমানী সড়কে ভোর রাতে আগুনের খবর পেয়ে আমরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রন করি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী হারুনুর রশীদ নবীগঞ্জ থানায় একটি জিডি দায়ের করেছেন। তিনি জিডিতে উল্লেখ্য করেন তার দোকানে আগুন লেগে প্রায় ৭০/৮০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।

ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন, বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোঃ ছাদ উল্লাহ, যুগ্ম সম্পাদক ইস্তিয়াকুজ্জামান জিলু, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পদক মোস্তাক আহমদ মিলু, আওয়ামীলীগ নেতা ও প্যানেল মেয়র এটিএম সালাম, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, ইনাতগঞ্জ বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম, আনন্দ নিকেতনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জিবেশ গোপ, দেব ফার্মেসীর ডাঃ বাবুল দেব, বিসমিল্লাহ হোটেলের মালিক মহিবুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া বিভিন্ন ব্যাংকের কর্মর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ রিক্সা মালিক সমিতির নেতৃবৃন্দ ব্যবসায়ী হারুনুর রশীদকে শান্তনা দিয়ে তাকে ধর্য্য ধরার পরামর্শ দেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com