মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৬:৪৯ পূর্বাহ্ন
যশোর সংবাদদাতা : যশোর জেলার শ্রেষ্ঠ মাদরাসা শিক্ষার্থী নির্বাচিত হয়েছে আলিম ১ম বর্ষের ছাত্রী ফারজানা আরিফা। সে চৌগাছা কামিল মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্রী এবং একই প্রতিষ্ঠানের সহকারি মাওলানা ফখরুল ইসলামের মেয়ে।
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলার ২১টি প্রতিষ্ঠানের মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়ে যশোর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয় আরিফা। সেখানে শিক্ষাসপ্তাহ নীতিমালা ২০১৯ এর ১১টি বিষয়ের উপরে বিবেচনা করে জেলা শিক্ষা অফিস তাকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দেয়।
চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ বলেন, ফারজানা আরিফা অত্যন্ত মেধা স¤পন্ন কর্তব্যনিষ্ঠ ছাত্রী।
ফারজানার মা-বাবা সকলের কাছে মেয়ের জন্য দোয়া চেয়েছেন।