বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : প্রতিবছরের ন্যায় এবারও বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ডুডলে এনেছে পরিবর্তন। এবারে ডুডলে তুলে ধরা হয়েছে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। সবুজ জমিনের ওপর রঙিন শোভাযাত্রাটি রাজধানীর চারুকলা থেকে বের হওয়ার আদলে ডুডলে শোভা পেয়েছে। দেখা যাচ্ছে রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতির শোভাযাত্রা। সেইসঙ্গে শোভা পাচ্ছে কাগজের তৈরি ঘোড়া, যা আবহমান বাংলা সংস্কৃতির অংশ। গতবছর গুগল ডুডলে ছিল একটি হাতির নকশা, সেই সঙ্গে দুপাশে মঙ্গল শোভাযাত্রার প্রতীকী ছবি। গুগল ডট কম ডট বিডি এই হোম পেজ খুললেই দেখা যাচ্ছে এই ডুডল। রোববার (১৪ এপ্রিল) রাত ১২টার পর পরই সার্চ ইঞ্জিনটি এ ডুডল প্রদর্শন চালু করেছে, যা থাকবে ১ বৈশাখ (অর্থাৎ ১৪ এপ্রিল) দিনব্যাপী। ডুডল- অর্থাৎ বিশেষ নকশা বা চিত্রের মধ্য দিয়ে কোনো বিষয় ফুটিয়ে তোলাকে বোঝায়। বিশেষ দিনে বা অন্য কোনো উপলক্ষে সার্চ ইঞ্জিনটির হোম পেজে বিশেষ প্রদর্শন করা হয়। গত শতকের ৮০ এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্যোগে পহেলা বৈশাখে এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন শুরু হয়। বাংলাদেশে বাংলা বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা ২০১৬ সালে জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে।