বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০২:২৬ অপরাহ্ন

এরশাদের অফিস থেকে ‘৪৩ লাখ টাকা’ চুরি

তরফ নিউজ ডেস্ক : ঢাকার বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের কক্ষ থেকে ৪৩ লাখ টাকা চুরি হয়েছে বলে দলটির একজন নেতা জানিয়েছেন।

কার্যালয়ের নিচতলায় চেয়ারম্যানের কক্ষের লকার ভেঙে টাকা লুটে নেওয়া হয় বলে দলটির দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ জানিয়েছেন।

সোমবার রাতে এই চুরির ঘটনা ঘটে বলে জাতীয় পার্টির নেতারা জানান।

খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছে বলে পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মোশতাক আহমেদ জানিয়েছেন।

তিনি বলেন, “সেখানে চারজন নিরাপত্তা রক্ষী ছিল। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

সুলতান মাহমুদ বলেন, “অফিসের স্টাফদের বেতন দেওয়ার জন্য এই টাকা এনে রাখা হয়েছিল।”

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com