রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন
রংপুর সংবাদদাতা : রংপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে নগরীর চারতলা মোড় এলাকার বনানী পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিককে আটক করেছে। নিহতের লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, নগরীর বনানী পাড়ায় সৈয়দ আলীর বাসায় ভাড়া থাকতেন স্কুল শিক্ষিকা তানিয়া হুসনে বানু (২৫), স্বামী লাল মিয়া (৩২), মেয়ে তাসনিয়া (৭) ও মা তাজ মহল বেগম (৬০)। ওই বাড়িতে কয়েকবার চুরি হওয়ায় বাড়ির মালিক সৈয়দ আলী বাড়ির ছাদে জিআই তার দিয়ে ফাঁদ তৈরী করে রাখে। গতকাল দুপুরে বাসার ছাদে মা তাজমহল বেগম কাপড় শুকাতে দেয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়েন। এ সময় মেয়ে তানিয়া ও নাতনী তাসমিয়া তাকে উদ্ধার করতে আসলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন এবং ঘটনাস্থলে তিনজনই মারা যান।
খবর পেয়ে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে।
এ ব্যাাপারে কোতয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার জমির উদ্দিন জানান, বাসার মালিক চুরি রোধে বাসার চারদিকে জিআই তার দিয়ে রেখেছিলেন। সে কারণে কাপড় শুকাতে দেবার সময় বিদ্যুত পৃষ্ট হয়ে একই পরিবারের তিন জনই মারা যায়। এ ঘটনায় বাসার মালিক সৈয়দ আলীকে আটক করা হয়েছে।