সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

শ্রীমঙ্গলের নির্যাতিত সেই মায়ের পাশে ইউএনও

শ্রীমঙ্গল সংবাদদাতা : সম্পত্তির লোভে ছেলে কর্তৃক নির্যাতিত ৭০ বছরের বৃদ্ধা মা ছুকেরা বেগমের পাশে দাঁড়িয়েছেন শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ৷ শনিবার (৪ মে) বিকেলে সিন্দুরখাঁন ইউনিয়নের গোলগাঁও গ্রামে ছুকেরা বেগমকে সেখানে যান তিনি ৷

সেখানে গিয়ে আহত ছুকেরা বেগম এর চিকিৎসার খোঁজখবর নেয়ার পাশাপাশি পাঁচ হাজার টাকার অনুদানও সেই মায়ের হাতে তুলে দেন তিনি ৷

ছুকেরা বেগম বর্তমানে যে ঘরে থাকেন সেটি ছন ও বাঁশের তৈরি ঘরটির অবস্থা খুব নাজুক । সে ভাঙ্গা ঘরটিও আগামী এক মাসের মধ্যে পাকা করে নির্মাণ দেবেন বলেও আশ্বাস দিয়েছেন নজরুল ইসলাম৷এছাড়া ঘর উঠানোর পর সেখানে বিদ্যুৎ এর ব্যবস্থাও করে দেবেন তিনি ৷

এসময় ছুকেরা বেগমকে নজরুল ইসলাম বলেন, আমি আপনার কাছে একজন ইউএনও হিসেবে আসি নি। আমি একজন সন্তান হিসেবে এসেছি ৷ আপনার যে কোন সমস্যায় আপনি আমাকে পাশে পাবেন ৷

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২ মে) ছুকেরা বেগম নামে ৭০ বছরের বৃদ্ধা মাকে বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে তারই ছেলে। বৃহস্পতিবার সকালে সাড়ে ১১টায় আহতাবস্থায় শ্রীমঙ্গল থানায় অভিযোগ নিয়ে আসেন গুলের গাঁও গ্রামের আজগর আলীর স্ত্রী ৭০ বছরের বৃদ্ধা ছুকেরা খাতুন। এসময় তার হাতে মাথায় ও বুকে মারাত্মক আঘাতের চিহ্ন থাকায় দ্রুত চিকিৎসার জন্য তাকে শ্রীমঙ্গল সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এদিকে ওইদিন রাতেই সিন্দুরখান ইউনিয়নের গোলগাঁও গ্রাম থেকে মা কে নির্যাতনকারী জহুর আলীকে গ্রেপ্তার করে শ্রীমঙ্গল থানার পুলিশ ৷

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com