শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৩ পূর্বাহ্ন

হবিগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনে আ.লীগ প্রার্থী মিজান মেয়র নির্বাচিত

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জ পৌরসভার উপ নির্বাচনে নৌকা  প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান। দলীয় নেতাকর্মী ছাড়াই ব্যক্তিগত ইমেজে মেয়র হলেন তিনি। তিনি পেয়েছেন ১৩ হাজার ২০৮ ভোট। উনার প্রতিদ্ব›দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু নারিকেল গাছ প্রতিক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৫৮৭ ভোট।

কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সোমবার (২৪ জনু) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এ ভোট গ্রহণ।

ইভিএমে ৭ হাজার ৬২১ ভোট বেশি দিয়ে ভোটাররা নির্বাচিত করেন তাদের কাঙ্খিত নতুন মেয়র মিজানু রহমানকে। হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে অনুষ্ঠিত হতে যাওয়া এ উপ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করেছিলেন আরো তিন প্রার্থী। তাদের দুজনই আওয়ামীলীগের বিদ্রোহী। অন্যজন বিএনপি নেতা।

মেয়র পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে হবিগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহŸায়ক এম. ইসলাম তরফদার তনু মোবাইল প্রতিক নিয়ে পেয়েছেন ১ হাজার ৪৭ ভোট, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি স্বতন্ত্র (আ.লীগ বিদ্রোহী) প্রার্থী সৈয়দ কামরুল হাসান জগ প্রতিক নিয়ে পেয়েছেন ৮৮৫ ভোট ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র (আ.লীগ বিদ্রোহী) প্রার্থী মোঃ মর্তুজ আলী চামচ প্রতিক নিয়ে পেয়েছেন ৩৯০ ভোট।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com