বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জ সদর, বাহুবল, চুনারুঘাট, মাধবপুর ও আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জকে বদলী করা হয়েছে। বুধবার (৩ জুলাই) সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ কামরুল আহসান (বিপিএম) তাদের বদলীর আদেশ প্রদান করেন।
আদেশ মতে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীকে হবিগঞ্জ সদর থানায়, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামানকে মাধবপুর থানায়, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হককে চুনারুঘাট থানায়, মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ কামরুজ্জামানকে বাহুবল থানায় ও মাধবপুর সার্কেল অফিসের ইন্সপেক্টর মোশারফ হোসেন তরফদারকে আজমিরীগঞ্জ থানায় ওসি হিসেবে বদলী করা হয়েছে।