বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

প্রেমের টানে ফিলিপিনো তরুণী কিশোরগঞ্জে

তরফ নিউজ ডেস্ক : প্রেমের টানে এক ফিলিপিনো তরুণী কিশোরগঞ্জ শহরে ছুটে এসেছেন। ফিলিপিনো এই তরুণীর নাম এনালিনি রোজালেস ফ্লোরেস। তিনি ফিলিপাইনের ভিনগেট প্রদেশের ভাগিউ সিটির সেন্ট্রাল  ফেয়ারভিউ ভিলেজের বাসিন্দা পাপিনিয়ামো সাভান্ডাল ফ্লোরেস এবং ক্রিসটিটা রোজালেস ফ্লোরেস দম্পতির সন্তান। অন্যদিকে তার প্রেমিকের নাম মো. জহিরুল ইসলাম রাজন। মো. জহিরুল ইসলাম রাজন কিশোরগঞ্জ শহরের পুরাতন কোর্ট রোডের হাজী মো. আব্দুর রশিদের ছেলে।

এনালিনি রোজালেস ফ্লোরেস ফিলিপাইনের ভিনগেট প্রদেশের ভাগিউ সিটির সেন্ট্রাল ফেয়ারভিউ ভিলেজ থেকে গত ২৭শে জুন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন কোর্ট রোডের রাজনের বাসায় চলে আসেন। এরপর প্রেমিক মো. জহিরুল ইসলাম রাজন এর পরিবারের সম্মতিতে শুক্রবার (৫ই জুলাই) মহাধুমধামে দু’জনের বিয়ে অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বিশাল আয়োজনে দু’জনের হলুদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে শহরের গাইটাল এলাকার অতিথি কমিউনিটি সেন্টারে রাজন-এনালিনি’র বিবাহোত্তর বৌ-ভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে অন্তত হাজারখানেক অতিথি অংশ নেন। কিশোরগঞ্জে আসার পর এনালিনি রোজালেস ফ্লোরেস এর নাম পরিবর্তন করে ‘জান্নাতুল ফেরদৌস জান্নাত’ রাখা হয়। এছাড়া ইসলামী বিধান মতে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। হলুদ সন্ধ্যা এবং বিয়ে ও বিবাহোত্তর বৌ-ভাত অনুষ্ঠানে ফিলিপিনো তরুণী এনালিনিকে বেশ উচ্ছ্বল দেখাচ্ছিল বলে এসব অনুষ্ঠানে যোগ দেয়া অতিথিরা জানিয়েছেন। কিশোরগঞ্জের ছেলের সাথে ফিলিপিনো মেয়ের বিয়ের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে রাজনের সাথে এনালিনি’র প্রেমের সম্পর্ক গড়ে উঠে। যোজন যোজন দূরত্বের দুই দেশের বাসিন্দা হলেও শেষ পর্যন্ত হৃদয়ের টানে তারা একত্রে মিলিত হয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com