মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
সাহিদা সাম্য লীনা, ফেনী: উইমেন এন্টারপ্রেনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) প্রতিনিধি দলের সদস্য নারী উদ্যোক্তা ফারহানা আইরিন চীনের কুনমিং সফরে গিয়েছেন।
মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে চীনের কুনমিং এর উদ্দ্যেশ্যে যাওয়া চায়না এয়ার লাইন্সের বিমানটিতে ‘ওয়েব’ এর ৫০ সদস্যের দলটি ঢাকা ত্যাগ করেন।
দলটি কুনমিং এর বিভিন্ন গুরুত্বপূর্ন স্থান ও প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। সফরকারী ওয়েব দলটি আগামী ১৭ নভেম্বর দেশে ফিরবেন বলে জানা গেছে।
নারী উদ্যোক্তা ফারহানা আইরিন সমাজের কম ভাগ্যবান তথা পিছিয়ে পড়া নারীদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন।ফেনীতে কবি হিসেবে সমধিক পরিচিত ফারহানা আইরিন।
এছাড়া ‘অঙ্গণা কুটির’ এর নির্বাহী পরিচালক, এপেক্স ক্লাব অব ফেনীর সেক্রেটারি এন্ড ডিএনই, রেড ক্রিসেন্ট সোসাইটির (ফেনী জেলা) আজীবন সদস্য ও বিভিন্ন সামাজিক, সাহিত্য ও সাংস্কৃতিক, মানবাধিকার বিষয়ক সংগঠনের সাথে জড়িত আছেন তিনি।
পারিবারিক জীবনে জেলার দাগণভুঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম সিরাজুল ইসলামের ছোট মেয়ে এবং ফেনী থেকে প্রকাশিত সাপ্তাহিক নির্ভীক পত্রিকার সম্পাদক জাফর সেলিমের সহধর্মিণী তিনি।