শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:৪৯ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক : করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে ইংল্যান্ডের লন্ডন এবং ম্যানচেস্টারে এক সপ্তাহের জন্য ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
২৯ মার্চ (রোববার) ঢাকা থেকে দু’টি গন্তব্যে ফ্লাইট যাবে এবং পরদিন ৩০ মার্চ (সোমবার) ফেরত আসবে। এরপর স্হগিতের সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন।
বর্তমানে চীনের সাথে বিমান যোগাযোগ রয়েছে বাংলাদেশের।
বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে আগামী ১৫ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত যুক্তরাজ্য এবং চীন ছাড়া সব দেশের সাথে ফ্লাইট স্থগিত করেছে বাংলাদেশ।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান জানান, হংকংয়ের সাথে ২৯ মার্চ (রোববার) থেকে বিমান চলাচল স্থগিত হবে।