বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হবিগঞ্জ জেলা দলে সুযোগ পেয়েছে এস এস ফুটবল একাডেমীর ৫ খেলোয়াড় ঢাবি থেকে হবিগঞ্জের শিক্ষার্থীর লাশ উদ্ধার আন্তর্জাতিক কিশোর ফুটবল আসরে সুযোগ পেয়েছে হবিগঞ্জের নাহিদ বাহুবলে টমটম চালক হত্যার ঘটনায় আরও ১ জন আটক বাহুবলে পাসের হার ৬১.৭০, সেরা আবারও ‘সানশাইন’ এসএসসি পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা জনি হত্যা মামলার আসামি রিমান্ডে, উত্তেজিত জনতার বিরুদ্ধে পুলিশের মামলা বাহুবলে টমটম চালক হত্যার ঘটনায় মামলা, দুই আসামি কারাগারে ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল: নাহিদ ইসলাম অডিও ফাঁস- দেখামাত্র গুলির নির্দেশ দেন শেখ হাসিনা: বিবিসির প্রতিবেদন

১৬ নারী আওয়ামীলীগের মনোনয়ন পেলেন

মনিরুল ইসলাম শামিম : আওয়ামীলীগ থেকে নতুন পুরাতন মিলিয়ে ১৬ জন নারী পেয়েছেন মনোনয়নের চিঠি। প্রায় সোয়া দুইশত আসনে আজ রোববার এ চিঠি দেয়া হয়েছে প্রার্থীদের। চলমান সংসদে দলটির ১৯ নারী নির্বাচিত প্রতিনিধি রয়েছেন। এর মধ্যে চিঠি পাননি ৫ জন, নতুন করে যুক্ত হয়েছেন ২ জন।

বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য মতে প্রথম দফায় দলীয় মনোনয়নের চিঠি যারা পেয়েছেন তারা হলেন- প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬), মতিয়া চৌধুরী (শেরপুর-২), সাহারা খাতুন (ঢাকা-১৮), ডা. দীপু মনি (চাঁদপুর-৩), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), মাহাবুব আরা বেগম গিনি (গাইবান্ধা-২), ইসমাত আরা সাদেক (যশোর-৬), হাবিবুন্নাহার (বাগেরহাট-৩), মুন্নুজান সুফিয়ান (খুলনা-৩), জেবুন্নেছা আফরোজ (বরিশাল-৫), সাগুফতা ইয়াসমিন এমিলি (মুন্সিগঞ্জ-২), মেহের আফরোজ চুমকি (গাজীপুর-৫), জয়া সেনগুপ্তা (সুনামগঞ্জ-২), মমতাজ বেগম (মানিকগঞ্জ-২), সেলিমা আহমেদ (কুমিল্লা-২) ও শাহীন আকতার চৌধুরী (কক্সবাজার-৪)।১৫ জন নারী পেয়েছেন মনোনয়নের টিকিট। ৩০০টি আসনের মধ্যে আজ ২৩০ টির মতো আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া হচ্ছে।

চিঠি না পাওয়া বর্তমান এমপিগণ হলেন- স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী (রংপুর-৬), বেগম রেবেকা মোমিন (নেত্রকোণা-৪), সৈয়দা সাজেদা চৌধুরী (ফরিদপুর-২), সৈয়দ সায়রা মহসীন (মৌলভী বাজার-৩) ও বেগম আয়শা ফেরদাউস (নোয়াখালী-৬)।
নতুন করে মনোনয়নের চিঠি পাওয়া দুই প্রার্থী হলেন- সেলিমা আহমেদ (কুমিল্লা-২) ও শাহীন আখতার চৌধুরী (কক্সবাজার-৪)।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com