বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হবিগঞ্জ জেলা দলে সুযোগ পেয়েছে এস এস ফুটবল একাডেমীর ৫ খেলোয়াড় ঢাবি থেকে হবিগঞ্জের শিক্ষার্থীর লাশ উদ্ধার আন্তর্জাতিক কিশোর ফুটবল আসরে সুযোগ পেয়েছে হবিগঞ্জের নাহিদ বাহুবলে টমটম চালক হত্যার ঘটনায় আরও ১ জন আটক বাহুবলে পাসের হার ৬১.৭০, সেরা আবারও ‘সানশাইন’ এসএসসি পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা জনি হত্যা মামলার আসামি রিমান্ডে, উত্তেজিত জনতার বিরুদ্ধে পুলিশের মামলা বাহুবলে টমটম চালক হত্যার ঘটনায় মামলা, দুই আসামি কারাগারে ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল: নাহিদ ইসলাম অডিও ফাঁস- দেখামাত্র গুলির নির্দেশ দেন শেখ হাসিনা: বিবিসির প্রতিবেদন

শপথ নিলেন বড়লেখা উপজেলার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানরা

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা : শপথ নিয়েছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সোয়েব আহমদ, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন ও নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা।

বুধবার সকাল ১১টায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।

শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিলেট বিভাগীয় পরিচালক ও অতিরিক্ত সচিব মতিউর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ মার্চ সোমবার ৫ম ধাপে বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে সোয়েব আহমদ ৪২ হাজার ৭৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি প্রতীকে মুহাম্মদ তাজ উদ্দিন ২৪ হাজার ৯৯১ ভোট পেয়ে এবং নারী ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীকে রাহেনা বেগম হাসনা ২৩ হাজার ৭৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com