সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন

কোভিড-১৯ : যোগাযোগ বিচ্ছিন্ন পুরো বিশ্ব

তরফ নিউজ ডেস্ক : বৈশ্বিক মহামারি ঘোষণার পর কোভিড-১৯ সংক্রমন ঠেকাতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে বিশ্ব। যুক্তরাজ্য ছাড়া ইউরোপের বাকি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থগিতাদেশ দেয়া হয়েছে। ১৫ এপ্রিল (বুধবার) পর্যন্ত সব ভ্রমণ ভিসা বাতিল করেছে ভারত।

ইইউভুক্ত দেশ, ভারত, পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি দেশে ভ্রমণ ও ফ্লাইট বাতিল করেছে সৌদি আরব। ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

করোনাভাইরাসে ইউরোপ-আমেরিকায় প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। ছড়াচ্ছে নতুন নতুন দেশে। এমন পরিস্থিতিকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গভীর উদ্বেগ জানিয়ে আক্রান্ত দেশগুলোকে জরুরিভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেয়ার পরামর্শ সংস্থাটির।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহাপরিচালক টেডরোস অ্যাডহানোম গেব্রেয়েসাস বলছেন, করোনার ভয়াবহতা মোকাবেলায় বিশ্বের দেশগুলোকে প্রস্তুত থাকতে হবে। সচেতনতা বাড়াতে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। স্পষ্ট করে বলতে চাই বর্তমান পরিস্থিতিকে হালকাভাবে নেয়া যাবে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমন হুঁশিয়ারির পর আরও কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ। ইতালিতে ফার্মেসি আর খাবারের দোকান ছাড়া সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

পানামা ও ডেনমার্কে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

মার্কিন ব্যবসায়ী লিন বলেন, ব্যবসার কাজে অস্ট্রিয়ায় এসেছিলাম। এখন দেশে ফিরতে পারছি না। সব ব্যবসা বন্ধ হয়ে গেছে। গণপরিবহনে যাত্রীর সংখ্যা অনেক কমে গেছে। যারা গাড়িতে ওঠেন তারাও ভয়ে থাকে। গাড়ি পরিষ্কার কিনা বারবার জিজ্ঞেস করেন।

যুক্তরাষ্ট্রেও করোনায় প্রাণহানি আর আক্রান্তে সংখ্যা বেড়েছে। মার্কিন অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রীও করোনায় আক্রান্ত। মার্কিন নাগরিকদের বিদেশ ভ্রমনে নিরুৎসাহিত করেছে স্টেট ডিপার্টমেন্ট।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন নাগরিকদের সুরক্ষা আর নিরাপত্তা নিয়ে কোনও আপস করা হবে না।

করোনার বিস্তার ঠেকাতে ইউরোপের ২৬ দেশের নাগরিকদের এক মাসের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হবে না। তবে ব্যবসা বাণিজ্যে এর কোনও প্রভাব পড়বে না।

করোনার প্রকোপ ঠেকাতে ১৫ এপ্রিল (বুধবার) পর্যন্ত সব দেশের ভ্রমণ ভিসা বাতিলের ঘোষণা দিয়েছে ভারত।

ভয় আর আতঙ্ক নয় বিশ্বের দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com