শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ

আরব আমিরাত বিএনপির উপহার সামগ্রী বিতরণ

হাজী আব্দুল বাছিত, আরব আমিরাত : সংযুক্ত আরব আমিরাতে প্রাণঘাতী করোনা ভাইরাস এর কারনে কর্মহীন হয়ে পড়া ৫০০ শ্রমিক ও দরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় বিএনপি ও দুবাই বিএনপির যৌথ উদ্যোগে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (১৩ মে) দুপুরে আরব আমিরাত এর বিভিন্ন সহরে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস ছিলাম তালুকদার, দুবাই বিএনপির সভাপতি প্রকৌশলী ফারুক মাহমুদ চৌধুরী।

তারা করোনায় কর্মহীন হয়ে পড়া দিনমজুর, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী দলের বিভিন্ন সহর ভিত্তিক প্রতিনিধিদের হাতে তুলে দেন। বিভিন্ন ইউনিটের দলীয় নেতা-কর্মীরা সামাজিক দূরত্ব মেনে উপহার সামগ্রীগুলো ঘরে ঘরে পৌঁছে দেন।

উপহার সামগ্রী বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় বিএনপির প্রথম সহ সভাপতি নুরুল আলম, সহ সভাপতি সিরাজুল ইসলাম নওয়াব, সহ সভাপতি তোফাজ্জল হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রুপু,ইউ ,ইউ এ ই বিএনপির সদস্য বেলাল আহমে, মহিলা সম্পাদিকা সপ্না মনি,শারজাহ বিএনপির সভাপতি প্রকৌশলী করিমুল হক, দুবাই বিএনপির সহসভাপতি ইমন শফিক ইমু,সহ সভাপতি সহাদত হুসেন, দুবাই বিএনপির সাবেক সহ সভাপতি আবদুল লতিফ, আমিরাত কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক আরমান চৌধুরী, শারজাহ যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হুসেন, শারজাহ যুবদলের সহ সভাপতি এম এ রউফ প্রমুখ।

উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাত দুবাই বিএনপির সভাপতি প্রকৌশলী ফারুক মাহমুদ চৌধুরী বলেন, “দলের সিদ্ধান্ত মোতাবেক করোনায় কর্মহীন শ্রমিক, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com