বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন
হাজী আব্দুল বাছিত, আরব আমিরাত : সংযুক্ত আরব আমিরাতে প্রাণঘাতী করোনা ভাইরাস এর কারনে কর্মহীন হয়ে পড়া ৫০০ শ্রমিক ও দরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় বিএনপি ও দুবাই বিএনপির যৌথ উদ্যোগে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার (১৩ মে) দুপুরে আরব আমিরাত এর বিভিন্ন সহরে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস ছিলাম তালুকদার, দুবাই বিএনপির সভাপতি প্রকৌশলী ফারুক মাহমুদ চৌধুরী।
তারা করোনায় কর্মহীন হয়ে পড়া দিনমজুর, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী দলের বিভিন্ন সহর ভিত্তিক প্রতিনিধিদের হাতে তুলে দেন। বিভিন্ন ইউনিটের দলীয় নেতা-কর্মীরা সামাজিক দূরত্ব মেনে উপহার সামগ্রীগুলো ঘরে ঘরে পৌঁছে দেন।
উপহার সামগ্রী বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় বিএনপির প্রথম সহ সভাপতি নুরুল আলম, সহ সভাপতি সিরাজুল ইসলাম নওয়াব, সহ সভাপতি তোফাজ্জল হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রুপু,ইউ ,ইউ এ ই বিএনপির সদস্য বেলাল আহমে, মহিলা সম্পাদিকা সপ্না মনি,শারজাহ বিএনপির সভাপতি প্রকৌশলী করিমুল হক, দুবাই বিএনপির সহসভাপতি ইমন শফিক ইমু,সহ সভাপতি সহাদত হুসেন, দুবাই বিএনপির সাবেক সহ সভাপতি আবদুল লতিফ, আমিরাত কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক আরমান চৌধুরী, শারজাহ যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হুসেন, শারজাহ যুবদলের সহ সভাপতি এম এ রউফ প্রমুখ।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাত দুবাই বিএনপির সভাপতি প্রকৌশলী ফারুক মাহমুদ চৌধুরী বলেন, “দলের সিদ্ধান্ত মোতাবেক করোনায় কর্মহীন শ্রমিক, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।”